শিবচর এক্সপ্রেস নিউজ:
মাদারীপুরের শিবচরে ফেন্ডস ট্যুর গ্রুপ শিবচর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত শাহ সিমেন্ট কোম্পানির পরিবেশক মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী জাহিদ হোসেনের সহযোগিতায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করা হয়। এ সময় অতিথিরা ফুল দিয়ে ট্যুর গ্রুপের সদস্যদের বরণ করে নেন।
দীপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ট্যুর গ্রুপ এর প্রতিষ্ঠাতা মো: নাসির উদ্দিন,আমির হামজা, শামিম খান, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি জুবায়র হোসেন, কবি ও সাহিত্য জাহিদুল ইসলাম । সাংবাদিক আজিজুল হক গৌড়া , সাংবাদিক ইয়াছিন মিয়াসহ ট্যুর গ্রুপের কয়েকজন সদস্য। বক্তারা ট্যুর গ্রুপের সাফল্য কামনা করেন।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার বেশ কয়েকজন শিল্পী গান, নৃত্য ও নাটক পরিবশেন করেন।
জানা যায়, ফেন্ডস ট্যুর গ্রুপ ২০১৮ সালে স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন ভ্রমনের উদ্দেশ্য এই ফেন্ডস ট্যুর গ্রুপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিবচর থেকে সুনামের সাথে এই পর্যন্ত প্রায় বিভিন্ন ভাবে ৩ দিন, চার দিনে মোট ২০ টি স্থানে ভ্রমন পিপাসুদের নিয়ে ভ্রমন করেন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রæয়ারী মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে একটি ট্যুরের আয়োজনের কথা রয়েছে। সবর্তমানে প্রতিষ্ঠানটি ৭ম বর্ষে পদার্পন করেন।
Leave a Reply