শিবচর এক্সপ্রেস ।
মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে একটি অ্যাম্বুলেন্সযোগে ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে আসছে—এমন সন্দেহে এলাকাবাসী তাদের আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও এসআই মিরাজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
রবিবার ভোর ৪টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, “গণপিটুনিতে আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের মাদারীপুর কোর্টে প্রেরণ করা হবে।
গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর(২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর(২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ(২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ(২৮)।
Leave a Reply