মো: ইয়াসিন কাজী, শিবচর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক শ্রমিক সমাবেশ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের হোসেন গোমস্তা, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দিন মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া এবং শিবচর পৌরসভা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সফিক সহ জেলা , উপজেলা শ্রমিক দল ও বিনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন লপ্তী।
এ সময় বক্তারা জাতীয়তাবাদী শ্রমিক দলকে সুসংঘটিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply