মো:নাসির উদ্দিন
শিবচর এক্সপ্রেস নিউজঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত বৃটিশ বিরোধী আন্দলনের অন্যতম নেতা হাজী শরীয়াতুল্লাহ রহ.এর স্মৃতি বিজোড়িত আস্তানায় (বুধবার ১৯-ফেব্রুয়ারি) থেকে ৩ দিন ব্যাপি বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিল শেষ হচ্ছে আজ। ৩ দিনব্যাপি মাহফিলের আজ শেষ দিন। শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হওয়ার কথা থাকলেও তা আজ এশার নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বলে জানিয়েছেন বর্তমান গদিনিশি পির হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান সাহেব। মঙ্গলবার রাত থেকেই লাখো ভক্তবৃন্দরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন বাহাদুরপুর ময়দানে। আজ শুক্রবার সকাল থেকেই বাহাদুরপুর ময়দানে জুমার নামাজ আদায় করার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রান মুসল্লীরা। দুপুর ১২ টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলে মাঠসহ আশেপাশের রাস্তাঘাট এমনকি আশেপাশর বাড়ীঘরের উঠান ও যে যেখানে যায়গা পেয়েছেন সে সেখানেই দাঁড়িয়ে যান। বর্তমান পীরসাহেব হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর ইমামতিতে লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসল্লীরা জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত জন্য দোয়া করা হয়। সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাহাদুরপুর ময়দান ও আশেপাশের এলাকা গুলো ও । পরকালে মুক্তির জন্য র্শিক মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানান। শুক্রবার সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় যে, আগামী ২০২৬ ইং সালের ৮১ তম বার্ষিক মাহফিল ৪,৫ ও ৬ ই ফেব্রুারি রোজ বুধ, বৃহস্পতি,ও শুক্রবার অনুস্ঠিত হবে।
Leave a Reply