মো: নাসির উদ্দিন
শিবচর এক্সপ্রস নিউজ:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত হযরত হাজী শরীয়াতুল্লাহ রহ.এর স্মৃতি বিজোড়িত আস্তানায় (বুধবার ১৯-ফেব্রুয়ারি) থেকে ৩ দিন ব্যাপি বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিল শুরু হয়েছে। ৩ দিনব্যাপি মাহফিলের আজ ২দিন। ভক্ত-মুসল্লীদের পদচারনায় মুখরিত হাজী শরীয়াতুল্লাহ (রহ.)এর জন্মভুমি বাহাদুরপুর ময়দান। শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মঙ্গলবার রাত থেকেই লাখো মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন বাহাদুর ময়দানে।
বুধবার বাহাদুরপুরের বর্তমান পীরসাহেব হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান দেশ ও জাতির কল্যান কামনা করে প্রাথমিক বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাহফিলের কার্যক্রম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম মূল্যবান ওয়াজ নসিহত পেশ করেন। প্রথম দিনের বয়ানে বক্তারা পরকালে মুক্তির জন্য র্শিক মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় হাজী শরীয়াতুল্লাহ রহ.এর ৭ম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহা-সচিব ও বর্তমান পির হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান,মুফতি হানজালা সহ বহু উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।
Leave a Reply