শিবচর এক্সপ্রেস ডেস্কঃ
মাদারীপুরে শিবচরে যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,শিবচর প্রেসক্লাব, উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করেছে।
মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসে শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকালে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পুস্পস্তবক অর্পণ করেন,
এরপর শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে শহীদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। সকাল ৯:০০ টায় শিবচর উপজেলা প্রশাসনে আয়োজনে শিবচর উপজেলা পরিষদ চত্বরে , উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকরেন।এরপর বিজয় মেলা উদ্বোধন করেন। এই সময় পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply