শিবচর এক্সপ্রেস ডেস্ক :
মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউটঅব ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে আজ বুধবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, উক্ত সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা হানজালা বলেন, ফ্যসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদের দোসররা এখনো যায়নি।
এই ফ্যাসিবাদের সাথে জরিত ছিল এমন কিছু সচিব ও দুর্নীতিবাজ ঠিকাদারদের হাজার কোটি টাকার বিশাল অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার জন্য এই বিশাল প্রজেক্ট অন্যত্র সরিয়ে নেয়ার চক্রান্ত সুরু করে দিয়েছে, কিন্তু তারা হয়তো শিবচর বাসীর সংগ্রাম ও সাহসের কথা ভুলে গিয়েছে তাই জানাই এই শিবচরের গরিব দুখি অসহায় মেহনতি খেটে খওয়া মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই।
আমাদের শিবচরে তরুন প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাধীন প্রজেক্ট অন্য কোথাও স্থানান্তর হতে দিবে না। একটি প্রকল্প যেটি কাজ এখানে সুরু হয়েছে বাজেট হয়েছে সয়েল টেস্ট এর নামে একটি ভুয়া তথ্য দিয়ে এত বড় প্রজেক্ট তারা এখান থেকে স্থানান্তর করতে চাচ্ছে আমি এতুটুকুই বলতে চাই, যদি আপনারা আপনাদের এই কথার উপরে অটল থাকবেন তাহলে আমরা শিবচর বাসী তুমুল আন্দলন গড়ে তুলবো অন্যায় ভাবে এই প্রকল্পকে সরিয়ে নেয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আমরা দেখবোনা আপনারা কারা আমরা দেখবোনা আপনারা কোন চেয়ারে বসে আছেন এগুলো দেখার সময় আমাদের নাই।
আপনারা সেই আগের মতোই দুর্নীতির সাথে জরিত থাকবেন, সেই আগের সচিব যদি হয়ে থাকেন আপনারা এই রকম দুর্নীতি চিন্তা ও করে থাকেন তাহলে এই স্বপ্ন দেখা আপনারা দিবালকে বন্ধ করুন।
এই গেটা শিবচর বাসী এখানে আমাদের দল মত কিচ্ছু থাকবে না আমাদের একটাই পরিচয় থাকবে আমরা শিবচর বাসী এই শিবচরের পক্ষে তরুন সমাজ যুব সমাজ ছাত্র সমাজ থেকে সুরু করে গোটা শিবচরের মানুষ ঔক্য বদ্ধ হয়ে এমন এক সংগ্রাম তুলবে যেটা আপনার সামাল দিতে পারবেন না ।
এখানে একটি বিশাল মহা সড়ক আছে এখানে যোগাযোগ ব্যাবস্থা রয়েছে আমরা যদি সেই যোগাযোগ ব্যাবস্থা বন্ধ করে দেই তহলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যাবস্থা কিন্তু বন্ধ হয়ে যাবে।
এই জন্য আমরা চাই আপনারা এইটা নিয়ে বারাবারি না করে যেই ভাবে এই প্রকল্পটি আমাদের কাছে ছিল এ প্রকল্পটি আমাদের কাছেই থাকবে।
এই জন্য আমরা আপনাদেরকে দশ দিনের একটি সময় হয়তো আপনাদের কে দিতে পারি এই দশ দিনের মধ্যে আমরা চাইবো সম্পুর্ন ভাবে আমাদের এই বিষয়ে আপনার হস্তক্ষেপ করবেন না। যদি করেন তাহলে এই দশ দিনের মধ্যে যদি এটার সমাধান না হয়, তাহলে তুমুল আন্দলন এই শিবচর থেকে ডাক দেয়া হবে ।
Leave a Reply