মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণ পিটুনি। বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিলের আজ , আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে আজ। ৮১ তম বার্ষিক মাহফিল আগামী বছর ৪,৫ ও ৬ ই ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখে অনুস্ঠিত হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হই। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না। মুসল্লীদের পদচারনায় মুখরিত হাজী শরীয়াতুল্লাহ (রহ.)এর জন্মভুমি বাহাদুরপুর ময়দান শিবচরে হাজী শরীয়াতুল্লাহ রহ.এর আস্তানা বাহাদুরপুর ময়দানে ৮০তম বার্ষিক মাহফিল শুরু শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে পিকাপ গাড়ির পিছনে গাড়ির ধাক্কায় দুই জন নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক শ্রমিক সমাবেশ উপলক্ষে শিবচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসার উপজেলায় চা দোকানির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, শিবচরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি করার সময় গ্রেফতার-২ শিবচরে গৃহবধূর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

দুই বার ফেল করার পরও যে পদ পেয়েছেন  আমি হলে নিতাম না-কাজী জাফর উল্লাহ্ কে ইঙ্গিত করে চীফ হুইপ

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯.৩০ পিএম
  • ২২৪ Time View

মো: ইয়াসিন কাজী, শিবচর এক্সপ্রেস ডেস্ক  .

বিভিন্ন সময় মাদারীপুরের শিবচরসহ  চীফ হুইপ নূরই-আলম চৌধুরীকে নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ্র বিভিন্ন বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তকর ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এই প্রথম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। রবিবার  মাদারীপুর-১(শিবচর) আসনে নির্বাচনী জনসভায় নিলখীতে চীফ হুইপ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন তিনি নিলখী ও শিরুয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। চীফ হুইপ নূর ই-আলম চৌধুরী বলেন, শিবচরের যে সুনাম এটা অনেক কষ্টে আমরা অর্জন করেছি যেটা গতকালকে(কালকিনির জনসভায় প্রধানমন্ত্রী শিবচরকে চীফ হুইপ স্বর্গ রাজ্য বানিয়েছেন বলে প্রশংসা করেন) প্রধানমন্ত্রী আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পার্শবর্তী এক থানার একজন কথায় কথায় শিবচর নিয়ে কথা বলে। আমাদেরকে নিয়ে সমালোচনা করে। বলে শিবচরের সব মস্তান, শিবচরে এটা হয় না, ওটা হয়না। আমি মনে করি এইটার একটা প্রতিবাদ আমার করার দরকার। কারন শিবচরের যেই অর্জন যেটা প্রধানমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে, যেখানে বিরোধী দলের নেতারা স্বীকার করেছে কিন্তু অন্য কেউ আমাদের এই সুনাম ধ্বংশ করবে, আমাদের বদনাম করবে এইটার পিছনে একটা চক্রান্ত আছে। চীফ হুইপ বলেন, আপনি(আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ) দুই বার ফেল করছে । সামনে ৩ বার না ৪ বার ফেল করবেন এইটা আমার দেখার ব্যাপার না । আপনি কয়বার ফেল করবেন এটা আপনার ব্যাপার। ২ বার ফেল করার পরও আপনাকে অনেক বড় চেয়ারে দিয়েছে। আপনার জায়গায় আমি থাকলে আমি এই পোস্ট নিতাম না। বলতাম আমি নিজে নির্বাচিত হতে পারি না। আমাকে এই দায়িত্ব দিয়েন না। সারাদেশকে নিয়ে নির্বাচনে এই ঝূকি আমি নিতে পারি না। শিবচরের নেতৃত্ব আপনি কথা বলেন। শিবচর থেকে এরআগেও পীর দুদু মিয়া, বাদশা মিয়া, অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ অনেকেই ফরিদপুরসহ বিভিন্ন স্থানে এমপি,এমএলএ হয়েছেন। এখনো ঢাকাসহ বিভিন্ন স্থানে শিবচরের মানুষ নেতৃত্ব দেয় । শিবচরের মানুষ পারে।

চীফ হুইপ এসময় আরো বলেন, আপনার ভাগ্য ভাল আপনি ওইখানে নমিনেশন পেয়েছে। শিবচরে হলে আপনি ইউপি চেয়ারম্যানের মনোনয়নও পেতেন না। আমাদের কাছে মনোনয়ন চাইলে আমরা আপনাকে চেয়ারম্যান হওয়ার মনোনয়নও দিতাম না। এই যোগ্যতাও আপনার নেই।

নূর-ই-আলম চৌধুরী বলেন, পাকিস্তান আমলে হঠ্যাৎ করে অনেকে কিভাবে জাহাজের মালিক হয়েছিল আমার জানা নে। শোনা যায় এরা টেকেরহাটে পাকিস্তান হানাদার বাহিনীর খাদ্য সরবরাহ করতো। শোনা যায় উনি (আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ্)ঢাকা বিশ^বিদ্যালয় পড়া অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকে নির্বাচন করছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ। গত ২টি সংসদ নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন চীফ হুইপের ছোট ভাই যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবর রহমান নিক্সন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_1603
© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION